আনলিমিটেড নিউজ, নোয়াখালী :: নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের ২য় তলায় কর্তব্যরত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা খাতুনের অফিস কক্ষে একটি গুলির ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পরে ওই কক্ষ থেকে একটি গুলির খোসা উদ্ধার করে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে জেলা প্রশাসকের ভবনে এ ঘটনা ঘটে।
জেলা প্রশাসক মাহবুবুল আলম তালুকদার জানান, অতি নিকটবর্তী পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের ফায়ারিং বাড্ থেকে এ গুলি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি পুলিশ কর্তৃপক্ষ খতিয়ে দেখবে।
নোয়াখালী পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ জানান, পুলিশের প্রশিক্ষণ চলাকালীন সময় ফায়ারিং বাড্ থেকে অসাবধানতাবশত গুলিটি এসেছে। ওইসময় লক্ষ্মীপুর জেলার পুলিশ ফায়ারিং প্রশিক্ষণ চলছিল। এ ঘটনায় কারো অবহেলা থাকলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের ডিআইজি মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এ ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply