আনলিমিটেড নিউজ :: প্রস্তাবিত ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে বেশকিছু পণ্য ও সেবা আমদানিতে শুল্ক (সিডি), সম্পূরক শুল্ক (এসডি) বাড়ানো হয়েছে। এসব পণ্যের দাম বাড়বে। এছাড়া কিছু পণ্য ও সেবার স্থানীয় উৎপাদন পর্যায়ে সম্পূরক শুল্ক বাড়ানোর পাশাপাশি আয়করেও পরিবর্তন আনা হয়েছে। এসব কারণে ওই পণ্যের দাম বাড়তে পারে। বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় এসব প্রস্তাব করেন।
নিম্ন মূল্যস্তরের বিড়ি-সিগারেট: দেশি ও বিদেশি উভয় ধরনের নিম্ন মূল্যস্তরের সিগারেটে সম্পূরক শুল্ক ও মূল্যস্তর দুটোই বাড়ানো হয়েছে। পাশাপাশি বিড়ির মূল্যস্তর ও সম্পুরক শুল্কও বাড়ানো হয়েছে। এ মূল্যবৃদ্ধি গতকাল থেকেই কার্যকর হয়েছে বলে অর্থমন্ত্রী জানিয়েছেন।
বিদেশি সোলার প্যানেল: ইতিমধ্যে দেশেই সোলার প্যানেল তৈরি শুরু হয়েছে। এ শিল্পকে সুরক্ষা দিতে বিদেশ থেকে তৈরি সোলার প্যানেল আমদানিতে শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এরফলে এটির দাম বাড়বে।
থ্রি-হুইলার গাড়ি: ইঞ্জিনসহ অটোরিক্সা/ থ্রি-হুইলার, সম্পূর্ণ তৈরি ফোরস্ট্রক সিএনজি অটোরিক্সা, ব্যাটারিচালিত অটোরিক্সা ও থ্রি-হুইলার, ইলেক্ট্রিক ব্যাটারিচালিত মোটরগাড়ি আমদানিতে সম্পুরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এর ফলে এগুলোর দাম বাড়তে পারে।
সিকেডি মোটরগাড়ি ও পিকআপ: বিভিন্ন সিসি ক্ষমতার সিকেডি মোটরগাড়ি ও পিকআপ গাড়ির সম্পুরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এরফলে এগুলোর দাম বাড়তে পারে। তবে সম্পূর্ণ তৈরি গাড়ির সম্পুরক শুল্ক এবং হাইব্রিড গাড়ির সম্পুরক শুল্ক কমানো হয়েছে।
ইমিটেশন জুয়েলারি: স্বর্ণের দাম বেশি হওয়ার নিম্নবিত্ত ও মধ্যবিত্ত নারীদের প্রিয় ইমিটেশন জুয়েলারির দাম বাড়বে। পণ্যটির সম্পূরক শুল্ক ২০ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হচ্ছে। এছাড়া ভ্যাট হারও বাড়ানো হয়েছে।
কিচেনওয়্যার: রান্না ঘরে ব্যবহূত স্টিলের টেবিলওয়্যার ও কিচেনওয়্যারের সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব দেয়া হয়েছে। এতে পণ্যটির দাম বাড়বে।
টুথব্রাশ: ডেন্টাল প্লট ব্রাশসহ সব ধরনের টুথ ব্রাশের শুল্ক ২০ থেকে ২৫ শতাংশ করার প্রস্তাব দেয়া হয়েছে। এ কারণে এ জাতীয় পণ্যের দাম বাড়বে।
এছাড়া শুল্ক বাড়ানোর প্রস্তাবে জর্দা-গুলসহ সব ধরনের তামাকপণ্য, রেজর-ব্লেডসহ শেভ করার সামগ্রী, স্যানিটারি টাওয়াল, শ্যাম্পু, প্রসাধনসামগ্রী, সালফিউরিক এসিড, ফুড সাপ্লিমেন্ট, আমদানিকৃত প্রস্তুত পোলট্রি ফিড, ডিউড্রেন্ট ইত্যাদি পণ্যের দাম বাড়তে পারে।
Leave a Reply