আনলিমিটেড নিউজ :: কলকাতার যৌন পল্লিতে খুন হয়েছে এক বাংলাদেশি নারী। বৃহস্পতিবার সকালে কলকাতার সোনাগাছি এলাকায় দুর্গাচরণ মিত্র লেনে একটি বাড়ির তিনতলা থেকে লালপান বিবি ওরফে সীমার (২৫) রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনাস্থলে গিয়ে ডিসি (নর্থ) শুভঙ্কর সিনহা সরকার জানিয়েছেন, গলায় ধারালো অস্ত্রের দাগ রয়েছে। মৃত মহিলা গত পাঁচ মাস ধরে এই বাড়িতে ছিলেন। কী কারণে খুন করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সীমা বাংলাদেশের বাসিন্দা। ঘটনার দুদিন আগে থেকে তাকে এলাকায় দেখা যাচ্ছিল না।
ওই বাড়ির অন্য এক বাসিন্দা পুলিশকে জানিয়েছেন, মঙ্গলবার রাতে সীমার ঘর থেকে চিৎকার-চেঁচামেচির শব্দ শোনা যায়। তারপর থেকে দরজা বন্ধ থাকায় প্রতিবেশীরা ভেবেছিলেন তিনি ঘরে নেই। এদিন সকালে একটি নম্বর থেকে সীমার বাড়িওয়ালাকে ফোন করে খুনের কথা জানানো হয়। তখন প্রতিবেশীরা তার ঘরের জানালা দিয়ে উঁকি মেরে দেখেন, মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন সীমা। পরে পুলিশ এসে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এক ফল ব্যবসায়ী নিয়মিত সীমার বাড়িতে যাতায়াত করত। সেই খুনের ঘটনায় যুক্ত বলে অভিযোগ তাদের। পুলিশ তদন্ত শুরু করেছে। তবে সীমার পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেনি পুলিশ।
Leave a Reply