আনলিমিটেড নিউজ ডেস্ক :: আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত ভারতীয় দূতাবাসের পাশে বড় ধরনের গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৮০ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৯২ জন। অনেকে গুরুতর আহত হওয়ায়, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে ঘটনাস্থলের পাশে বহু যানবাহন ধ্বংস হয়ে পড়ে থাকতে এবং সেখান থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থল থেকে কয়েকশ’ মিটার দূরের ঘরবাড়ির দরজা-জানালাও ভেঙে পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মাজরুহ জানান, ওই হামলায় অন্তত ৮০জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৯২ জন।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, জার্মান দূতাবাসের খুব কাছাকাছই এ বিস্ফোরণ ঘটানো হয়। এতে বহু মানুষ হতাহত হয়েছেন। বিস্ফোরণ এতোটাই বড় ছিল যে, এতে ৩০টিরও বেশি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন কথিত ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।
এদিকে, বিস্ফোরণের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এক টুইট বার্তায় জানান, কাবুলে বিস্ফোরণে ভারতীয় দূতাবাসের সব স্টাফ নিরাপদে আছেন। আফগানিস্তানের প্রেসিডেন্ট প্রাসাদের কাছে দূতাবাসটির অবস্থান। এমন গুরুত্বপূর্ণ স্থানে বিস্ফোরণের খবরে খুব দ্রুতই চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সাম্প্রতিক মাসগুলোতে কাবুলে বেশ কয়েকটি প্রাণঘাতী হামলা চালানো হয়েছে। এতে আফগানিস্তানজুড়ে নিরাপত্তা পরিস্থিতি নাজুক হয়ে পড়ার বিষয়টি পরিষ্কার হয়েছে। চলতি মাসের প্রথমদিকে নেটো জোটের একটি সামরিক বহর কাবুলে যুক্তরাষ্ট্রের দূতাবাস অতিক্রম করাকালে এক আত্মঘাতী বিস্ফোরণে অন্তত আটজন বেসামরিক নিহত হন।
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করেছে। গত মার্চে কাবুলে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে একটি সামরিক হাসপাতালে চিকিৎসকের ছদ্মবেশে ধরে আসা বন্দুকধারীদের হামলায় ৪৯ জন মারা যান।
Leave a Reply