আনলিমিটেড নিউজ :: গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে আমিন জুয়েলার্সের দুই কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত দুই কর্মকর্তা হলেন মনির হোসেন (২৯) ও বিমান কুমার ভদ্র (৩৮)। বর্তমানে ওই দুজন এক দিনের পুলিশ রিমান্ডে আছেন।
মঙ্গলবার রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটে আমিন জুয়েলার্স দ্বিতীয় শাখা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তবে জুয়েলার্স কর্তৃপক্ষের দাবি কারিগরি ত্রুটির কারণে এমনটা হতে পারে। তদন্ত করা হচ্ছে, সব ঠিক হয়ে যাবে।
পল্টন থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ৫০ হাজার টাকা প্রতারণার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়। মঙ্গলবারই তাদেরকে আদালতে হাজির করে তিনদিনের রিমান্ডের আবেদন জানানো হয়। পরে আদালত তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা যায়, রাজশাহীর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উপ-কমিশনার তাহমিনা আক্তার পলি প্রতারণার এই অভিযোগটি করেছেন।
ঘটনার বিবরণে জানা যায়, পলি বায়তুল মোকাররমে আমিন জুয়েলার্সের একটি শো রুমে এসে গহনা কিনে টাকা পরিশোধের জন্য তার ক্রেডিট কার্ডটি দেন। কিন্তু তিনি যে শো রুমে গিয়েছিলেন জুয়েলার্স কর্তৃপক্ষের সেই শো রুমটিতে পয়েন্ট অব সেল মেশিন (কার্ড পাঞ্চে বিল পরিশোধ করার মেশিন) ছিল না। পরে বায়তুল মোকাররমে আমিন জুয়েলার্সের আরেকটি শো রুমে কার্ডটি পাঞ্চ করার জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে কার্ডটি কাজ না করায় পলিকে তা ফেরত দেয়া হয়। পরবর্তীতে পলি অভিযোগ করেন তার কার্ড থেকে ৫০ হাজার টাকা কেটে নেয়া হয়েছে।
এ বিষয়ে আমিন জুয়েলার্সের চেয়ারম্যান কাজী সিরাজুল ইসলাম বলেন, আমি নিশ্চিত আমাদের পক্ষ থেকে কোনো চুরির ঘটনা ঘটেনি। এটা কারিগরি ত্রুটির কারণে হতে পারে। পুলিশ ও আমাদের নিজস্ব কর্মচারীরা ব্যাংকে গিয়েছে। তদন্ত চলছে। আশা করছি বিষয়টির সুষ্ঠু সমাধান হয়ে যাবে।
Leave a Reply