আনলিমিটেড নিউজ কক্সবাজার :: কক্সবাজারের টেকনাফে পঁয়ষট্টি কোটি টাকা মূল্যের প্রায় ১৩ লাখ ইয়াবা জব্দ করেছে কোষ্ট গার্ড সিজি স্টেশান টেকনাফ। তবে এই সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
২৯ মে সন্ধ্যা সাড়ে ৭টায় টেকনাফের বাহারছড়ার নয়াঘাট এলাকা থেকে এই সব ইয়াবা জব্দ করা হয়।
সুত্রে জানা যায়, টেকনাফ এর স্টেশান কমান্ডার লেঃ নুরুজ্জামান শেখ গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে নৌপথে টেকনাফ সমুদ্র সৈকত দিয়ে ইয়াবার একটি বড় চালান প্রবেশের খবর পেয়ে বাহারছড়ার নয়াঘাট নামক এলাকায় কোস্ট গার্ড সদস্যরা অবস্থান নেয়।
এ সময় ইয়াবা পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ সময় কোস্ট গার্ড সদস্যরা পাচারকারীরদের থামানোর লক্ষে ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরবর্তীতে পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকা চারটি বস্থা থেকে ১৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উক্ত ঘটনায় কাউকে আটক করা যায়নি। এটি কোস্ট গার্ড কর্তৃক উদ্ধারকৃত এ যাবৎ কালের ইয়াবার সবচেয়ে বড় চালান। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৬৫ কোটি টাকা।
জব্দকৃত ইয়াবা পরবর্তী কার্যক্রমের জন্য মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply