আনলিমিটেড নিউজ :: আট মাস বয়সি জুনিয়র খান আব্রামকে জীবনের প্রথম ঈদটা করতে হবে চিত্রনায়ক বাবা শাকিবকে ছাড়াই। কারণ সে সময় শাকিব একটি ছবির শুটিংয়ে লন্ডনে থাকবেন।
ঢাকা-কলকাতার যৌথ নির্মাণে জুনের তৃতীয় সপ্তাহেই ‘চালবাজ’ নামের একটি ছবির শুটিংয়ে শাকিব খান থাকবেন লন্ডনে। অনন্য মামুন ও কলকাতার জয়দীপ মুখার্জীর নির্মাণে এই ছবিটি প্রযোজনা করছে এসকে মুভিজ। ছবিতে শাকিবের বিপরীতে দ্বিতীয়বারের মতো অভিনয় করবেন শুভশ্রী। এই ছবির শ্যুটিংয়ের জন্যই ছেলের সঙ্গে প্রথম ঈদটা করতে পারছেন না শাকিব।
ছেলের প্রথম ঈদে বাবাকে কাছে পাচ্ছে না বলে কিছুটা হতাশ স্ত্রী অপু বিশ্বাসও। এসময় শাকিবের শুটিং পড়ে যাওয়ায় অপুর কণ্ঠেও তাই কিছুটা আক্ষেপ।
Leave a Reply