আনলিমিটেড নিউজ ::দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকা থেকে দূরপাল্লার সব নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। গভীর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোরা’ এর কারণে, সোমবার সকাল থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে মাইকিং করা হয়। এ সময় সকল নৌযানকে ঘাট এলাকায় অবস্থান করতে বলা হয়। দুর্ঘটনা এড়াতে ঢাকা-চাঁদপুর ছাড়া অন্যসব রুটে নৌযান চলাচল বন্ধের ঘোষণা দেয় বিআইডব্লিউটিএ।
এদিকে ঘূর্ণিঝড় ‘মোরা’ সকালে আরো উত্তর দিকে সরে বাংলাদেশ উপকূলের ৪০০ কিলোমিটারের মধ্যে চলে আসায় চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে উপকূলীয় জেলা নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, চাঁদপুর এবং অদূবর্তী দ্বীপ ও চরগুলোর জন্য একই বিপদ সংকত রয়েছে।
এছাড়া এ ছাড়া মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৫ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং জেলাগুলোর অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ৫ নম্বর বিপদ দেখাতে বলা হয়েছে।
Leave a Reply