আনলিমিটেড নিউজ :: ইন্টারন্যাশনাল এটমিক এনার্জি এজেন্সি (আইএইএ)-এর ৬০ বছর পূর্তির অনুষ্ঠানে যোগদান ও দ্বিপাক্ষীয় সফরের উদ্দেশ্যে আগামীকাল অস্ট্রিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এ সফর হবে অস্ট্রিয়ায় বাংলাদেশের কোন সরকার প্রধানের প্রথম দ্বিপাক্ষিক সরকারি সফর। এসময় প্রধানমন্ত্রী দেশটির ফেডারেল প্রেসিডেন্ট ড. আলেকজেন্ডার ভ্যান ডার বেলেনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। দুইদিনের এ সফরে বেশকিছু চুক্তি সম্পাদনের সম্ভাবনা রয়েছে। রোববার সকালে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরের বিস্তারিত তুলে ধরেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, আইএইএ-এর সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বিশ্বশান্তি রক্ষা, নিরস্ত্রীকরণ এবং সকল প্রকার পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে বাংলাদেশের সুদৃঢ় অবস্থানকে পূনর্ব্যক্ত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলতর করবে। এছাড়া পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার কীভাবে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে তা প্রকাশ করার মাধ্যমে বাংলাদেশ অন্যান্য স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশসমূহের রোল মডেলরূপে পরিগণিত হতে পারে।
১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর দুইদেশের কূটনৈতিক সম্পর্কে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বন্ধুপ্রতীম দেশ অস্ট্রিয়ার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্রসমূহকে অধিকতর শক্তিশালী ও বিস্তৃত করার লক্ষ্যে ২০১৪ সালের নভেম্বর মাসে ভিয়েনাতে বাংলাদেশের আবাসিক দূতাবাস স্থাপন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের অব্যবহিত পরে এবং জাতিসংঘের সদস্যপদ অর্জনের পূর্বে ১৯৭২ সালের ২৭ সেপ্টেম্বর আইএইএ বাংলাদেশকে সদস্যপদ প্রদান করে। সদ্য স্বাধীন বাংলাদেশের এ অর্জনে বাংলাদেশের প্রখ্যাত পারমাণবিক বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া-এর অবদান ছিল উল্লেখযোগ্য। তার এ সাহসী ও ভবিষ্যৎমুখী পদক্ষেপ বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে আইএইএ-এর সহযোগিতায় বাংলাদেশে পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের পথ উন্মুক্ত করেছিল। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আজ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কর্মকান্ডে এগিয়ে চলেছে।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নিরাপত্তা নিশ্চিতে আইএইএ ও বাংলাদেশ সরকার যৌথভাবে কাজ করবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এ সফরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্রমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী, প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অন্তর্ভুক্ত থাকবেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীগণ ৩০ মে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন।
Leave a Reply