আনলিমিটেড নিউজ কুষ্টিয়া :: কুষ্টিয়ার মিরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও দশজন আহত হয়েছেন। এর মধ্যে রোববার দুটি এবং শনিবার রাতে একটি দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ব্যবসায়ী নির্মল মণ্ডল (৩০), অজ্ঞাত পরিচয় এক ভিক্ষুক এবং বাসের সুপারভাইজার সায়েম ইসলাম (৩০)। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, শনিবার রাতে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের সামনে শৈলকুপা থেকে ঢাকাগামী কুষ্টিয়া এক্সপ্রেসের একটি বাস গোবিন্দপুর এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসটির সুপারভাইজার সায়েম মারা যান এবং বাসের সহকারীসহ নয় যাত্রী আহত হন।
এদিকে রোববার সকাল ৯টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের বিজিবি ক্যাম্পের সামনে শ্যামলী পরিবহনের একটি বাস মিরপুরগামী একটি অটোবাইককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোবাইকে থাকা মাছ ব্যবসায়ী নির্মল মণ্ডল রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
অপরদিকে সকালে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের গোবিন্দপুর এলাকায় রাস্তা পার হবার সময় দ্রুতগামী বাসের ধাক্কায় অজ্ঞাতনামা এক ভিক্ষুক নিহত হয়। নিহত ওই ভিক্ষুকের নাম-পরিচয় জানা যায়নি।
Leave a Reply