আনলিমিটেড স্পোর্টস ডেস্ক :: প্রস্তুতি ম্যাচে ভালোভাবেই নিজেদের জানান দিলো বাংলাদেশ। পাকিস্তানের সামনে ৩৪১ রানের পাহাড় সমান রানে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে টাইগাররা। পাকিস্তানকে জিততে হলে রানের পাহাড় টপকাতে হবে। বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৪১ রান করে।
চ্যাম্পিয়নস ট্রফির প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করে নিজের ফর্মের জানান দিলেন তামিম ইকবাল। তামিমের সর্বশেষ সাতটি ইনিংস এমন-১৫৭, ৪৬, ৮৬, ৬৪, ২৩, ৪৭, ৬৫। আজ চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতিতে পাকিস্তানের বিপক্ষে তাক লাগানো শতক হাঁকালেন এই টাইগার ওপেনার। ৯ চার ৪ ছয়ে ৮৮ বলে ১০০ রান পূর্ণ করেন তামিম।
সেঞ্চুরি পূরণের পথে দ্বিতীয় উইকেট জুটিতে ইমরুলকে নিয়ে ১৪২ রানে একটি জুটি গড়েন তামিম। ইমরুলের বিদায়ের পর মুশফিককে নিয়ে গড়েন আরো ৫০ রানের জুটি।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে সতর্ক শুরু করেছিলো বাংলাদেশ। দলীয় ২৭ রানে জুনায়েদ খানের বলে বাবর আজমের হাতে তালুবন্ধী হয়ে সৌম্য সরকার ফিরে যান। এরপর মূলত শুরু হয় বাংলাদেশের স্বপ্নের শুরু। ইমরুল ও তামিম মিলে উইকেটের উভয় দিক থেকে পাকিস্তানের বোলারদের উপর একচেটিয়া আধিপত্য করতে থাকেন। উভয়ে মিলে শতরানে জুটি গড়েন। অবশেষে ১৪২ রানে লম্বা পার্টনারশিপ ইমরুল কায়েসকে এলবির ফাঁদে ফেলে ভাঙেন শাদাব খান। এর আগে ইমরুল কায়েস তার অর্ধশত পূরণ করেন।
এরপর মাঠে এসে তামিমের সঙ্গে জুটি বাঁধেন মুশফিকুর রহিম। মুশফিক ও তামিম পঞ্চাশ রানের জুটি গড়েন। দলীয় ২১৯ রানে আবারো উইকেট ভাঙেন শাদাব খান। এরপরই বিদায় নেন মুশফিকুর রহিম। মুশফিককে দলীয় ২৪৭ রানে শোয়েব মালিকের ক্যাচ বানিয়ে বিদায় করেন জুনায়েদ খান। এরপরই বাংলাদেশের উইকেটে মোড়ক লাগে। একে একে ফিরে যান মাহমুদউল্লাহ (২৯), সাকিব আল হাসান (২৩), মোসাদ্দেক হোসেন (২৬), মেহেদী হাসান মিরাজ (১৩), মাশরাফি বিন মুর্তজা (১)।
পাকিস্তানের পক্ষে জুনায়েদ খান ৪টি, হাসান আলী ও শাদাব খান ২টি করে উইকেট নেন।
Leave a Reply