আনলিমিটেড নিউজ :: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক পিএ কাজল মারা গেছেন।রাজধানীর জেড এইচ সিকদার উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার দিবাগত রাত (২৫ মে) ১২টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে পিএ কাজল স্ত্রী, দুই ছেলে-মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার রাজারবাগ শ্মশানে শেষকৃত্য সম্পন্ন করা হবে। তার ভাগ্নি প্রিয়াঙ্কা আচার্য এবং প্রধান সহকারি পরিচালক বদরুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ৪ মে সকালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই পরিচালককে রাজধানীর জেড এইচ সিকদার উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি ড. মফিজুর রহমানের তত্ত্বাবধানে ছিলেন। তিনি লিভার সংক্রান্ত অসুস্থতায় ভুগছিলেন।
প্রসঙ্গত, পিএ কাজলের পুরো নাম পূর্ণেন্দু আচার্য কাজল। তিনি আরেক প্রয়াত নির্মাতা চাষী নজরুল ইসলামের সহকারি পরিচালক হিসেবে চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু করেন। ১৯৯১ সালে ‘গোধূলী’ চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এরপর ১৯৯৮ সালে তিনি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাব্বাশ বাঙালি’ পরিচালনা করেন।
বর্তমান প্রজন্মের শাকিব-সাইমনসহ অনেক তারকাই তার ছবিতে অভিনয় করে সফলতা পেয়েছেন। পি এ কাজল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ ডিগ্রি অর্জন করেন।
Leave a Reply