আনলিমিটেড নিউজ :: ভিয়েতনাম থেকে ২০২২ সাল পর্যন্ত প্রতিবছর ১০ লাখ টন পর্যন্ত বিভিন্ন রকম চাল কিনবে বাংলাদেশ। ভিয়েতনামের বাণিজ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির বিভিন্ন জাতীয় পত্রিকা এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে।
দেশটির জাতীয় দৈনিক ভিয়েতনাম নিউজের প্রতিবেদন বলা হয়েছে, মঙ্গলবার রাজধানী হ্যানয়ে দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ত্রান তুয়ান আনের সঙ্গে বাংলাদেশের খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্মাক্ষরিত হয়েছে।
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম গত রোববার (২১ মে) ভিয়েতনাম সফরে গেছেন। চার সদস্যের সরকারি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।
প্রতিবেদনে বলা হয়, প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষয়ক্ষতিতে খাদ্যাভাব পূরণ করতে শিগগিরই বাংলাদেশ আড়াই থেকে তিন লাখ টন চাল কিনতে চায়। যার পাঁচ শতাংশ পর্যন্ত ভাঙা (খুদ) থাকবে। এই লক্ষ্যমাত্রা এবছর পাঁচ লাখ টন পর্যন্ত হতে পারে বলে দেশটির বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। এরপরের বছর থেকে ২০২২ সাল পর্যন্ত প্রতিবছর ১০ লাখ টন পর্যন্ত চাল কেনা হতে পারে।
চালের দাম, পরিমাণ এবং লেনদেন পদ্ধতি নিয়ে আলোচনার জন্য ভিয়েতনামের মিল মালিকদের বাংলাদেশে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।
মন্ত্রী ত্রান তুয়ান আন বলেছেন, এছাড়াও দুদেশের পক্ষ থেকে অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতায় আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্মাক্ষর হয়েছে। যা দুদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে আরো তরান্বিত করবে।
অ্যাডভোকেট কামরুল ইসলামের চারদিনের সফর শেষে দল নিয়ে ২৫ তারিখ দেশে ফেরার কথা রয়েছে।
Leave a Reply