আনলিমিটেড নিউজ :: রাজধানীর পৃথক স্থানে তিন ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- আবু তাহের, হাসিব খান ও মো. হাসিবুল হাসান হিমেল।
জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রমনার মগবাজারের চেয়ারম্যান গলির ৪২৮ নম্বর বাড়িতে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আবু তাহেরের লাশ উদ্ধার করে পুলিশ। বুধবার দুপুরে তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালে পাঠায় রমনা থানা পুলিশ। তাহের পেশায় নির্মাণ শ্রমিক। তার বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কচুয়ায়।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া জানান, প্রেমঘটিত কারণে তাহের আত্মহত্যা করে থাকতে পারে।
এদিকে মঙ্গলবার রাতে দারুস সালাম থানা এলকার বুদ্ধিজীবী কবরস্থানের একটি বটগাছ থেকে ঝুলন্ত অবস্থায় হাসিব খান নামের এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। তার বাড়ি লক্ষ্মীপুর সদরে।
দারুস সালাম থানার উপপরিদর্শক এস এম এলিস মাহমুদ জানান, রাতে লাশ উদ্ধার করে আজ বেলা ১২টায় ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে মোহাম্মদপুর থানা এলাকার চিনুমিয়া রোডের ৭/বি/৪ নম্বর বাসা থেকে হাসিবুল হাসান হিমেল নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক প্রদীপ চন্দ্র সরকার বলেন, হিমেল মাদকাসক্ত ছিল। গতকাল সে তার বাবার কাছে টাকা চায়। টাকা না দেওয়ায় সে রাতে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে।
Leave a Reply