মঙ্গলবার রাত ১১টার দিকে সদর উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কের তকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে নাটোর ও পুঠিয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মীরা আহতদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট হামিদুল ইসলাম জানান, রাজশাহী থেকে একতা পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল।পথে নাটোর-রাজশাহী মহাসড়কের তকিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়।
এতে দুই চালকসহ অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে নাটোর ও পুঠিয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মীরা আহতদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনার পর মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
সার্জেন্ট হামিদুল ইসলাম জানান, অল্প সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক করা গেছে।
Leave a Reply