আনলিমিটেড নিউজ :: বাবা হয়েছেন চিত্রনায়ক নিরব। মঙ্গলবার দিবাগত রাত ১টার পর রাজধানীর বারিধারার একটি হাসপাতালে নিরবের স্ত্রী ঋদ্ধির অস্ত্রোপচার করা হয়।
নিরব তার মেয়ের নাম রেখেছেন সুহাইমা হোসেন যুওয়াইনাহ্।
নিরব বলেন, “ঋদ্ধি পরির মতো এক মেয়ে জন্ম দিয়েছে। মনে মনে চেয়েছিলাম, আমাদের যেন মেয়েসন্তানই হয়। আল্লাহ আমাদের চাওয়া পূরণ করেছেন। আমরা খুবই খুশি।”
নিরবের স্ত্রী এখন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক হাসিনা আফরোজের তত্ত্বাবধানে আছেন। চিকিৎসক জানিয়েছেন, মেয়ে ও মা দুজনই সুস্থ আছেন। দু-এক দিনের মধ্যে দুজনে বাসায় ফিরতে পারবেন।
২০১৪ সালের ২৬ ডিসেম্বরে ঘরোয়াভাবে বিয়ে করেন মডেল ও চিত্রনায়ক নিরব। তার স্ত্রী কাসফিয়া তাহের চৌধুরী ঋদ্ধি স্থপতি।
Leave a Reply