আনলিমিটেড নিউজ ডেস্ক :: দেশে বর্তমানে ৫৬টি বাণিজ্যিক ব্যাংক কার্যক্রম পরিচালনা করছে। করপোরেট হাউজগুলো সহজেই ব্যাংক থেকে ঋণ পেয়ে যাচ্ছে। এজন্য তাদের বাড়তি কোনো ঝামেলাও পোহাতে হচ্ছে না। অন্যদিকে বন্ডবাজার থেকে অর্থ উত্তোলনে ডিসক্লোজারসহ নানা রেগুলেটরি বাধ্যবাধকতা থাকে। মূলত এ কারণেই বন্ডের মাধ্যমে অর্থসংস্থান জনপ্রিয় হচ্ছে না। গতকাল রাজধানীতে ‘বাংলাদেশের বন্ড মার্কেটের উন্নয়ন’ শীর্ষক এক সেমিনারের প্যানেল আলোচনায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেন, সরকারের পক্ষ থেকে উন্নয়নের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, সেখানে পৌঁছাতে হলে আমাদের এমন একটি ব্যবস্থা তৈরি করতে হবে, যেখানে বড় অবকাঠামোয় অর্থসংস্থানে বিকল্প বিভিন্ন সুযোগ থাকবে।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক স্বপন কুমার বালা বলেন, দেশে একটি উন্নত বন্ড মার্কেট গড়ে তোলার প্রয়োজনীয়তা কমিশনের পক্ষ থেকে বরাবরই উত্থাপন করা হচ্ছে। আরো বেশি বন্ড ইস্যুর জন্য নিকট অতীতে বিএসইসির পক্ষ থেকে নীতিগত সমর্থন দেয়া হয়েছে। এর ফলে কোম্পানিগুলোর জন্য বিকল্প অর্থসংস্থানের সুযোগ তৈরি বাড়ছে। বিনিয়োগকারীরাও ফিক্সড ইনকাম সিকিউরিটিজের মাধ্যমে তাদের পোর্টফোলিওর বৈচিত্র্য বাড়াতে পেরেছে।
সেমিনারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আফসার এইচ উদ্দীন জানান, বাংলাদেশে বড় আকারের অবকাঠামো প্রকল্পের জন্য বন্ড মার্কেটের উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আইডিএলসি ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান তার বক্তব্যে বলেন, দীর্ঘমেয়াদি অর্থসংস্থানের ক্ষেত্রে ব্যাংকের ওপর নির্ভরতার সুদীর্ঘ ইতিহাস রয়েছে বাংলাদেশে। এ নির্ভরতা বড় প্রকল্প অর্থায়নের কোনো সুগঠিত পদ্ধতি হতে পারে না। এ কারণেই বিকল্প অর্থায়নের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে, যেখানে বন্ড মার্কেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সেমিনারে প্যানেল আলোচনায় অংশ নেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর মোর্শেদ, এডিবির প্রধান আর্থিক খাত বিশেষজ্ঞ পিটার মরো, বিএসইসির পরিচালক মোহাম্মদ রেজাউল করিম, এশিয়ার টাইগার ক্যাপিটাল পার্টনার্সের পরিচালক মো. মিনহাজ জিয়া, বিল্ড বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ও ইমপ্রেস ক্যাপিটালের প্রধান নির্বাহী মীর সাজেদ উল-বাশার এবং আইডিএলসির ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান।
সেমিনারে মূল প্রবন্ধে দেশে বন্ড মার্কেটের সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন বিএসইসির কমিশনার ড. স্বপন কুমার বালা।
Leave a Reply