আনলিমিটেড নিউজ :: প্রধান নির্বাচন কমিশনার আগাম নির্বাচনের কোন ইঙ্গিত দেননি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার রোডম্যাপে আগাম নির্বাচনের কোন সুযোগ নেই বলে জানিয়েছেন তিনি। বুধবার রাজধানীর কমলাপুরে বিআরটিসি ডিপোতে বিআরটিসি কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধের চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আগাম নির্বাচনের কথা উড়িয়ে দিয়ে বলেন, আগাম নির্বাচনে ইঙ্গিতের কথা সঠিক নয়। নির্বাচন সংবিধান অনুযায়ী সঠিক সময়েই হবে।
ইসির দেয়া রোডম্যাপ প্রসঙ্গে আওয়ামী লীগের মনোভাব জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এই রোড ম্যাপকে পজিটিভ ভাবে দেখছি।’
Leave a Reply