আনলিমিটেড নিউজ :: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, অসাধু ব্যবসায়ী ও বিক্রেতারা আসন্ন রমজান মাসে যাতে খাদ্যে ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য ও পানীয় প্রস্তুত এবং বিক্রি করতে না পারে সে জন্য প্রতিদিন ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে।
মঙ্গলবার সকালে শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী এ কথা বলেন তিনি।
শিল্পমন্ত্রী বলেন, রাজধানীতে প্রতিদিন চারটি করে এবং জেলা শহরগুলোতে কমপক্ষে একটি করে ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
এছাড়াও পবিত্র রমজানে অতীতের মতো জেলা প্রশাসন, র্যাব, ডিএমপি ও এপিবিএনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে নিয়মিতভাবে বিএসটিআইয়ের প্রসিকিউটিং অফিসারদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। এর ফলে এ অভিযানের স্বচ্ছতা সম্পর্কে কোনো ধরনের প্রশ্নের অবকাশ থাকবে না।
শিল্পমন্ত্রী আরো বলেন, ভেজাল প্রতিরোধে আগাম নমুনা সংগ্রহ ও পরীক্ষা করতে ইতোমধ্যে ইফতার ও সেহেরিতে অধিক পরিমাণে ব্যবহৃত ২৪৯টি পণ্যের নমুনা সংগ্রহ করে বিএসটিআই ল্যাবে পরীক্ষা করতে পাঠানো হয়েছে। ইতোমধ্যে বেশকিছু নমুনার ল্যাবরেটরি টেস্টিং সম্পন্ন হয়েছে। এর মধ্যে যেসব প্রতিষ্ঠানের নমুনা পরীক্ষায় অকৃতকার্য হয়েছে, সেসব প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত আছে ও থাকবে।
এ ছাড়া বাজারে সনদপ্রাপ্ত বিভিন্ন পণ্যের গুণগত মান ঠিক আছে কি না, সে বিষয়েও বিএসটিআইএর নজরদারি থাকবে বলে জানানো হয়।
সব ধরনের ফলে ফরমালিন দেয়া বন্ধ হয়েছে জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, অন্য কোনো ক্ষতিকারক কেমিকেল ফলে দেয়া হচ্ছে কি না সেই বিষয়টি খতিয়ে দেখা হবে।
Leave a Reply