আনলিমিটেড, শফিকুল আলম অনিক :: গত ১৮ মে শনিবার খিলগাঁও থানাধীন খিদমাহ্ হাসপাতালের নিকট বিশ্বরোডে অজ্ঞাতনামা যুবকের (২৭) গলাকাট লাশ পাওয়া যায়। অজ্ঞাত ব্যক্তির লাশ ময়না দন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান খিলগাঁও থানা পুলিশ। লাশ উদ্ধারের স্বল্প সময়ের মধ্যেই উদঘাটন হয় গলাকাটা লাশের নাম ও পরিচয়।
যার নাম মোঃ কামাল হোসেন (২৭), পিতা- মোঃ আঃ ছালাম, থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর। নিহতের ভাই সালাউদ্দিন বাদী হয়ে খিলগাঁও থানায় মামলা দায়ের করলে ধারা-৩০২/৩৪ পেনাল কোড অনুযায়ী মামলা নেয় খিলগাঁও থানা পুলিশ যার মামলা নং-৪২, তারিখ-১৮/০৫/১৭।
খিলগাঁও থানা পুলিশ স্বল্প সময়ের মধ্যেই উদঘাটন করে হত্যাকান্ডের মূল রহস্য। হত্যাকান্ডে জড়িতদের মূল আসামী মোঃ জাহাঙ্গীর আলম (৩৪), পিতা মোঃ আঃ মজিদ, দক্ষিণ কমলাপুর, মতিঝিল থেকে গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের পিছনে মটর পার্টস দোকান থেকে গ্রেফতার করা হয়।
আসামীর দেখানো মতে হত্যাকান্ডে ব্যবহৃত চাকু ও রক্তমাখা বিভিন্ন আলামত উদ্ধার করে খিলগাঁও থানা পুলিশ। খিলগাঁও থানা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার নাদিয়া জুঁই বলেন, আসামী গ্রেফতার, আলামত জব্দ ও প্রকৃত রহস্য উদঘাটনের জন্য অভিযানে আমি এবং তদন্তকারী কর্মকর্তা এসআই আনিছুর রহমান সহ অন্যান্যরা অংশ গ্রহণ করি।
হত্যাকান্ডের সাথে জড়িত অন্যান্য আসামীদের নাম ঠিকানা জানতে চাইলে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার নাদিয়া জুঁই সাংবাদিকদের জানান তদন্তের স্বার্থে এখন নাম ও ঠিকানা গোপন রাখতে হচ্ছে।
Leave a Reply