আনলিমিটেড নিউজ বরিশাল :: বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান ও মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মইদুল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে। রবিবার রাত পৌনে ১২টার দিকে মেহেন্দিগঞ্জের পাতারহাট বন্দরের টিঅ্যান্ডটি ব্রিজের কাছে এই হামলার ঘটনা ঘটে। হামলায় মইদুল ইসলাম ছাড়াও আরও সাত থেকে আটজনের মতো আহত হয়েছেন। আহতদের মধ্যে মেহেন্দিগঞ্জ পৌরসভার মেয়র কামাল উদ্দিন খানও রয়েছেন।
পাতারহাট বন্দরের টিঅ্যান্ডটি ব্রিজ এলাকায় আসার পর স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ নাথ উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি নিয়ে ব্যারিকেট দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেন মইদুল। পুলিশের উপস্থিতিতে তাদের ওপর হামলা চালানো হলেও পুলিশ নিরব দর্শকের ভূমিকায় ছিলেন বলে অভিযোগ তার। হামলায় তিনিসহ সাত থেকে আটজন নেতাকর্মী আহত হয়েছেন ।
হামলার পর পুলিশের উপস্থিতিতের সংসদ সদস্য পঙ্কজ নাথের নেতৃত্বে পাতারহাট বন্দরে মহড়া দেয় তার সমর্থকরা। এ সময় পৌর কাউন্সিলর আব্দুল মোতালেব জাহাঙ্গীর’র কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ পাওয়া যায়।
তবে হামলার বিষয়টি অস্বীকার করেছেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথ। তিনি বলেন, ‘রাতে আমাদের লোকজন ব্রিজের কাছে ছিল। এ সময় জেলা পরিষদ চেয়ারম্যানের লোকজনের আমাদের লোকদের কটূ্ক্তি করলে আমরা তার প্রতিবাদ করি। হামলার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। একটি পক্ষ ভুল তথ্য দিয়ে সাংবাদিকদের বিভ্রান্ত করছে।’
পুলিশের ভূমিকা নিয়ে জেলা পরিষদ চেয়ারম্যান যে অভিযোগ করেছেন সে ব্যাপারে জানতে চাইলে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তারুজ্জামান জানান, ব্রিজ পার হওয়ার সময় জেলা পরিষদ চেয়ারম্যান মইদুল ইসলামের সঙ্গে থাকা যুবলীগ কর্মীরা স্বেচ্ছাসেবক লীগ কর্মীদের কটূক্তি করে। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।পরে যুবলীগ কর্মীরা স্বেচ্ছাসেবক লীগ কর্মীদের মারধর করে বলে জানান তিনি। পুলিশের সামনে এই ঘটনা ঘটেনি বলে জানান ওসি।
এই হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আইনজীবী তালুকদার মো. ইউনুস এমপি।
Leave a Reply