আনলিমিটেড নিউজ :: বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধর অন্যতম বিরোধীতাকারী হিসেবে পরিচিত প্রয়াত চাকমা রাজা ত্রিদিব রায়ের নাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সকল স্থাপনা থেকে মুছে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার দুপুরে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শরীফ আহমেদ।
অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
এর আগে গতকাল রোববার রাজা ত্রিদিবের নাম সকল স্থাপনা থেকে মুছে ফেলার নির্দেশনা চেয়ে পার্বত্য চট্টগ্রামের বদিউজ্জামান সওদাগর ও হেলাল উদ্দিন হাইকোর্টে এ সংক্রান্ত রিট দায়ের করেন। রিটের শুনানি শেষে আদালত সকল স্থাপনা থেকে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরোধীতাকারীর নাম মুছে ফেলার আদেশ দেন।
উল্লেখ্য, একাত্তরে চাকমা রাজা ত্রিদিব রায়ের সহযোগিতায় রাঙামাটিতে গণহত্যা সংঘটিত হয়।
একই সময়ে রাঙামাটি মুক্ত করতে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ছাত্র এবং এফ রহমান হলের আবাসিক ছাত্র ইফতেখারসহ ৮-১০ জনের একদল মুক্তিযোদ্ধাকে হত্যা করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
Leave a Reply