আনলিমিটেড নিউজ :: চাঁদা দাবির অভিযোগে রাজধানীর মতিঝিল থানার ওসি ওমর ফারুকসহ চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
রোববার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার আদালতে এ আবেদন করেন মতিঝিল থানা আওয়ামী জনতা লীগের সহ-সভাপতি আবুবক্কর সিদ্দিক। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে পরে আদেশ দেবেন বলে জানা গেছে।
ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ- কমিশনার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
মামলার অপর তিন আসামি হলেন- মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) মনির হোসেন, উপ-পরিদর্শক (এসআই) রকিব ও মোস্তাফিজ।
মামলার অভিযোগ থেকে জানা যায়, মে মাসের ১০ তারিখে মামলার বাদীকে গ্রেফতার করে মতিঝিল থানায় নিয়ে যাওয়া। এ সময় তার কাছে আসামিরা এক লাখ টাকা চাঁদা দাবি করেন।
Leave a Reply