আনলিমিটেড নিউজ :: আরব-ইসলামিক-আমেরিকান সামিটে অংশ নিতে সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চার দিনের সফরে শনিবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। মদিনায় মহানবীর (সা.) রওজা শরিফ জিয়ারত ও ওমরাহ পালন করবেন শেখ হাসিনা। ২৩ মে ঢাকায় ফিরবেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র জানিয়েছে, শনিবার রাত ৮টায় সৌদি আরবের রিয়াদের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। ফ্লাইটটি রাত ১১টা ২৫ মিনিটে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।
মঙ্গলবার বিকেল ৪টায় ঢাকার পথে রওনা দেবেন শেখ হাসিনা। বুধবার দুপুর ১টায় ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
Leave a Reply