আনলিমিটেড নিউজ :: গতকাল শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের সবুজবাগ থানা পুলিশের উদ্যোগে সবুজবাগ থানাধীন স্থানীয় বাসাবো বালুর মাঠে পুলিশ ব্লাড ব্যাংক কর্তৃক রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির মূল প্রতিপাদ্য বিষয় ছিল “বাঁচুক জীবন মিলুক প্রাণ সেবার তরে রক্তদান”।
রক্তদান কর্মসূচিতে স্থানীয় সংগঠন সবুজবলয় ফেডারেশন, শিুশু কিশোর ক্রিকেট একাডেমী, ভোরের হাসি, ভোরের সাথি, ভোরের পাখি, উন্মুক্ত শরীর চর্চাকেন্দ্র সার্বিকভাবে সহোযোগিতা করেছে। সবুজবাগ থানার অফিসার ও ফোর্স এবং স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে রক্তদান কর্মসূচিতে অংশ গ্রহন করে।
ওবায়দুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, সবুজবাগ জোন, মোঃ আঃ কুদ্দুস ফকির, অফিসার ইনচার্জ, সবুজবাগ থানা, মোঃ মোস্তাজিরুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত), সবুজবাগ থানা এবং সবুজবলয় ফেডারেশন এর সভাপতি ডাঃ মোঃ শাহ আলম উপস্থিত থেকে রক্তদান কর্মসূচিকে সহোযোগিতা করেছেন ।
এর মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে এক নতুন ধরনের সেতুবন্ধন তৈরি হয়েছে, যা ভবিষ্যতে পুলিশের কার্যক্রমে আস্থা ও সহযোগিতা বৃদ্ধি করবে ।
Leave a Reply