বোয়ালিয়া মডেল থানার এসআই মিজানুর রহমান জানান, নিখোঁজের সংবাদ পেয়ে দমকল বিভাগের কর্মীদের খবর দেওয়া হয়েছে।
নিখোঁজ মিনহাজের বন্ধু সবুজ ও হাদী জানান, বিকেলে তারা তিন বন্ধু মিলে পদ্মা গার্ডেনের সামনের চর পার হয়ে পদ্মা নদীতে যান। সেখানে গোসল করতে নেমে তারা নদীর গভীর পানিতে গিয়ে বিপদে পড়েন। এ সময় চিৎকার শুনে আশেপাশে থাকা একটি নৌকা থেকে লোকজন নেমে তাদের দুজনকে উদ্ধার করে। কিন্তু মিনহাজ নদীতে ডুবে যায়।
রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন। দমকল বাহিনীর সদস্যরা আসলে উদ্ধার কাজ শুরু হবে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহীর স্টেশন অফিসার ফরহাদ হোসেন জানান, তাদের ডুবুরি দল একটি। বর্তমানে ওই ডুবুরি দল সিরাজগঞ্জের উল্লপাড়ায় উদ্ধার কাজে রয়েছে। দলটি ফিরলে রাতেই উদ্ধার কাজ শুরু হবে।
Leave a Reply