1. admin@admin.com : admin :
  2. harundesk@gmail.com : unlimitednews24 : Md Jibon
  3. unlimitednews24@gmail.com : Md Jibon : Md Jibon
  4. mdnayeem7726@gmail.com : Md Nayeem : Md Nayeem
স্বামীকে পিটিয়ে হত্যা, স্ত্রী ও তার প্রেমিক গ্রেফতার - Unlimited News 24।।আনলিমিটেড নিউজ
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০১:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

স্বামীকে পিটিয়ে হত্যা, স্ত্রী ও তার প্রেমিক গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মে, ২০১৭
আনলিমিটেড নিউজ ডেস্ক :: বিবাহবহির্ভূত প্রেমে বাধা দেওয়ায় প্রেমিকের সঙ্গে ছক কষে স্বামীকে খুন করা হয়েছে। সেই খুনের প্রায় এক মাস পর ঘটনার রহস্য উদঘাটন করল পুলিশ৷ গ্রেফতার মৃতের স্ত্রী ও তার প্রেমিক৷ তাদের নাম মনুয়া মজুমদার ও অজিত রায়৷ মে মাসের ৩ তারিখ বারাসত থানা এলাকার হৃদয়পুরে নিজের বাড়িতেই খুন হয়েছিলেন কলকাতার এক মুদ্রা বিনিময় সংস্থার ম্যানেজার অনুপম সিংহ৷ ঘরের মধ্যে থেকে উদ্ধার হয় তাঁর রক্তাক্ত মরদেহ।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, কোনো ভারি জিনিস দিয়ে অনুপম বাবুর মাথায় ও মুখে আঘাত করা হয়েছে৷ এত জোরে আঘাত করা হয়েছিল যে নাকের হাড় ভেঙে ভেতরে ঢুকে যায়৷ মাথার পাশে গভীর ক্ষতও দেখা যায়৷ তবে কে বা কারা এত নৃশংসভাবে খুন করল সে বিষয়ে পুরোপুরি ধোঁয়াশা ছিল৷ যদিও প্রথম থেকেই অনুপমের স্ত্রী মনুয়াকে সন্দেহের তালিকায় রাখা হয়েছিল৷ শেষে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া বিয়ের আংটি ও মনুয়ার মোবাইলের কল লিস্টের তথ্য ঘেঁটে রহস্যের উদঘাটন করা হয়৷

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন স্বামী অনুপমকে অন্যদিনের তুলনায় বেশি ফোন করে মনুয়া৷ ওই দিন বাপের বাড়িতে ছিল সে৷ তাই এভাবেই স্বামীর গতিবিধি জেনে প্রেমিককে খবরা-খবর দিচ্ছিল সে৷ এক তদন্তকারী অফিসারের কথায়, প্রথমেই সন্দেহ হয়েছিল এই ঘটনায় পরিচিত কেউ যুক্ত৷ এবং এমন কেউ যার কাছে বাড়ির দ্বিতীয় চাবি রয়েছে৷ যেমনটি সন্দেহ ঠিক তেমনটিই ঘটেছিল৷ অনুপম বাড়িতে ঢুকতেই মনুয়ার প্রেমিক অজিত তাঁকে ভারি জিনিস দিয়ে পিটিয়ে খুন করে৷ প্রমাণ না রাখার জন্য ঘাতক অস্ত্রটিও নিয়ে লুকিয়ে ফেলে সে৷

তবে সব অপরাধের ক্ষেত্রেই অপরাধী কোনো না কোনো প্রমাণ রেখে যায়৷ পুলিশ জানতে পেরেছে, ঘটনার পর থেকে দিনে গড়ে আট ঘণ্টা প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলে মনুয়া৷ মনুয়া ও অজিতকে জিজ্ঞাসাবাদ করার পর তাদের কথায় অনেক অসংগতি পাওয়া যায়৷ তারপরই তাদের গ্রেফতার করে পুলিশ৷ আদালতে হাজির করা হলে ধৃতদের ১০ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়। -সংবাদ প্রতিদিন

Sharing is caring!

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Error Problem Solved and footer edited { Trust Soft BD }
এই বিভাগের আরো খবর পড়ুন

সর্বশেষ সংবাদ

© All rights reserved © 2017-2021 www.unlimitednews24.com
Web Design By Best Web BD