আনলিমিটেড নিউজ :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম মুজিবের গনিষ্ঠ সহচর শেখ ফজলুল হক মনির গনিষ্ঠ বন্ধু বঙ্গবন্ধু ইষ্ট বেঙ্গল ইনসুরেন্স এর ম্যানেজার’৭৫ পূর্ব ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ নুরুল আনোয়ার বাচ্চু (৭৫) আজ শুক্রবার ভোর ৫:৩০ টায় উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….. রাজিয়ন)।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি হাজী আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক মোঃ শাহে আলম মুরাদ এক যুক্ত বিবৃতিতে ’৭৫ পূর্ব ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ নুরুল আনোয়ার বাচ্চ’রু মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, শেখ নুরুল আনোয়ার বাচ্চু দীর্ঘদিন যাবৎ হ্যাট, ডায়াবেটিক সহ বিভিন্ন জটিল রোগে ভুগতেছিলেন। প্রয়াত শেখ নুরুল আনোয়ার বাচ্চু মহান মুক্তিযুদ্ধের সময় ভারতের ত্রিপুরা রাজ্যে চুড়িলা ক্যাম্পের ইনচার্জ ছিলেন।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ১ মেয়ে আত্বীয়স্বজন সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর জানাযা ও দাফন লক্ষীপুর জেলার রায়পুরে পারিবারিক কবরস্থানে অনুষ্ঠিত হয়।
Leave a Reply