আনলিমিটেড নিউজ :: বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের অন্যতম আকর্ষণ লাল গালিচায় হেঁটেছেন বলিউড সুন্দরী দীপিকা পাড়ুকোন।
প্রথমবারের মতো লাল গালিচায় হেঁটে কান মাত করেছেন দীপকা। রুপের দ্যুতি ছড়িয়ে মুগ্ধ করেছন অতিথি ও দর্শকদের।
কানের লাল গালিচায় হাঁটতে এ আবেদনময়ীর পরনে ছিল ইটালিয়ান ব্র্যান্ড মারচেসা গাউন। গাড় বেগুণি রঙের বিশ্বখ্যাত ব্র্যান্ডের এই গাউনে লাল গালিচায় হাঁটার সময় দারুণ আত্মবিশ্বাস দেখা যায় বিশ্বখ্যাত প্রসাধনী ফরাসি প্রতিষ্ঠান ল’রিয়েল প্যারিসের শুভেচ্ছাদূত দীপিকার মধ্যে।
এ সময় দীপিকার প্রতি পদক্ষেপে যৌন আবেদন ফুঁটে ওঠে। তার সৌন্দর্যচ্ছটা আমন্ত্রিত দর্শকদের মুগ্ধ করে তোলে। এছাড়া পুরোটা সময় তার গভীর দৃষ্টি ও আত্মবিশ্বাসও ছিল প্রশংসনীয়।
কানের গালিচায় দীপিকার রুপের ছটা ও আকর্ষণীয় সাজসজ্জা প্রত্যেককে বিমুগ্ধ করেছেন। এমনকি, প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশদেরও।
৩১ বছরের এ তারকার পায়ের জিমি চো ব্র্যান্ডের হিল ও ব্যাগ এবং ডি গ্রিসোগনোর অলঙ্কার তাকে আরও অনন্য করে তোলে।
প্রথমবারের মতো কানের লাল গালিচায় অভিষেকের মুহুর্ত স্মরণীয় করে রাখতে বুধবারেই কানে পৌঁছান ‘চেন্নাই এক্সপ্রেস’ তারকা। পরে জোহানা অরটিজ ও শার্লট অলিম্পিয়ার ডিজাইন করা পোশাক দিয়ে সারেন ড্রেস রিহার্সেল।
একই প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হয়ে লাল গালিচায় হাঁটবেন বলিউডের সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায় ও হার্টথ্রুব সোনম কাপুর।
গত ১৭ মে থেকে পর্দা উঠছে বিশ্বের অন্যতম এ চলচ্চিত্র উৎসবের। ৭০তম কান উসবের পর্দা নামবে ২৮ মে।
Leave a Reply