আনলিমিটেড নিউজ :: রাজধানীর তুরাগের ধৌর এলাকায় মোবাইল চার্জার বিস্ফোরিত হয়ে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়ে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছে।
বুধবার (১৭ই মে) সকাল ৮টার দিকে। প্রথমে আহত অবস্থায় তুরাগ ইষ্ট ওয়েষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
দগ্ধরা হলো, শাকিল মল্লিক (৩৫) স্ত্রী রেখা মল্লিক (২৮) এবং তাদের আড়াই বছরের ছেলে আবু জাহের।
শাকিলের ভাই আ. মান্নান জানান, তারা বর্তমানে তুরাগের ধৌর এলাকার একটি বাসায় ভাড়া থাকে। রাতে মোবাইল চার্জ দিয়ে ঘুমিয়ে পরে। সকালে হঠাৎ একটা শব্দ হয়ে সারা ঘরে আগুন লেগে যায়। ঘুমন্ত অবস্থায় ৩ জন দগ্ধ হয়। এতে শাকিলের শরীরের ৪৫ শতাংশ, স্ত্রী রেখার ৩৩ শতাংশ এবং ছেলে আবু জাহেরের ২২ শতাংশ পুড়ে যায়।
ঢামেক হাসপাতালের বার্ণ ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানায়, তিন জনেরই শ্বাষ নালী পুড়ে গেছে। তিন জনের অবস্থা আশংকাজনক।
Leave a Reply