আনলিমিটেড নিউজ :: ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, সাইবার নিরাপত্তায় বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতা রয়েছে। আইনের মাধ্যমে ‘সাইবার সিকিউরিটি এজেন্সি’ প্রতিষ্ঠার পর এসব সংস্থার কাজগুলোকে সমন্বয় করা হবে।
বুধবার বিটিআরসি কার্যালয়ের সামনে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে কার র্যালি ও রোড শো উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সাইবার সিকিউরিটির বিষয়টি বিগত দু’বছর ধরে জোর দেয়া হচ্ছে এবং আইন প্রণয়নের অপেক্ষায় আছে। আইন প্রণয়ন হলে সাইবার সিকিউরিটি এজেন্সি হবে। প্রধানমন্ত্রীর দফতরের অধীনে থাকবে সেই এজেন্সি।
সাইবার নিরাপত্তায় বিভিন্ন সংস্থা কাজ করছে জানিয়ে তিনি বলেন, এখন বিক্ষিপ্তভাবে কাজ করছে বিটিআরসি, এনটিএমসি, নতুন করে আইসিটি বিভাগও করছে। এই সমন্বয়হীন কাজগুলোকে সমন্বয় হবে তখন। ওই এজেন্সি স্থাপিত হলে কাজের বিভাজনও হবে।
Leave a Reply