আনলিমিটেড নিউজ ডেস্ক :: বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত ছবি মুক্তি পাক না পাক, প্রচারে সবসময়ই থাকেন তিনি। এবার অবশ্য মজার এক কারণে খবরে চলে এলেন ‘দেবদাস’ ছবির এই নায়ক। মজার এই খবরটি হচ্ছে, ছাত্রাবস্থায় শাহরুখের হংসরাজ কলেজে ভর্তির সময়ের অ্যাডমিশন ফর্ম ভাইরাল হয়ে গেছে সোস্যাল মিডিয়ায়। একটি জনপ্রিয় ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, দিল্লি বিশ্ববিদ্যাল টাইমসের ছাত্রদের পরিচালিত একটি অনলাইন পোর্টালে শাহরুখ খানের এই অ্যাডমিশন ফর্মটি প্রকাশ হয়। সেটি এখন ভাইরাল হয়ে গেছে।
এই অ্যাডমিশন ফর্মে দেখা যাচ্ছে বি এ অনার্স পরীক্ষায় ইংরেজিতে ৫১ নম্বর পেয়েছেন শাহরুখ! যদিও এই ফর্মটির উৎস বা সত্যতা সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে ওই পোর্টালের তরফে জানানো হয়েছে যে ফর্মটি আসল।
এবং ফর্মটি এই কারণেই প্রকাশ করা হয়েছে যাতে পড়ুয়ারা বুঝতে পারে যদি কেউ পরিশ্রম করে এবং নিজের লক্ষ্য স্থির রাখে তাহলে পরীক্ষায় প্রাপ্ত নম্বরই শেষ কথা নয়। পড়ুয়াদের উৎসাহ দিতেই এই ফর্মটি তারা পোর্টালে প্রকাশ করেছে।
Leave a Reply