আনলিমিটেড নিউজ বিশেষ :: এ প্রজন্মের জনপ্রিয় নায়িকা মৌমিতা মৌ। ২০১৩ সালে নির্মাতা কালাম কায়সার পরিচালিত ‘তোমার আছি তোমারই থাকব’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। সিনেমাটি মুক্তির পর চলচ্চিত্র সংশ্লিষ্টদের চোখে পড়েন তিনি।
এরপর রাজু চৌধুরী পরিচালিত ‘তুই শুধু আমার’, সায়মন তারিক পরিচালিত ‘মাটির পরী’, শামীমুল ইসলাম শামীমের ‘একমুঠো স্বপ্ন’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। বর্তমানে ‘পুলিশ বাবু’ ছবি নিয়ে ব্যস্ত সময় পার করছেন মৌমিতা মৌ। ছবিটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা তাজু কামরুল। এক ঝাঁক তারকা নির্ভর ক্রাইম ঘরানার এ ছবিতে তার বিপরীতে আছেন জায়েদ খান।
এ প্রসঙ্গে মৌমিতা মৌ বলেন, ‘পুলিশ বাবু’ ছবিটি আমার জন্য টার্নিং পয়েন্ট। মাঝখানে পড়াশুনার জন্য কিছুটা গ্যাপ ছিল। এখন পড়াশুনা শেষ হয়ে গেছে, তাই ফ্রি। এ জন্য কাজের প্রতি মনোযোগি হয়েছি। ‘পুলিশ বাবু’ সহ আরো কয়েকটি ছবিতে কাজ শুরু করলাম, ভাল ভাল কাজ করছি, সামনে আরো করবো। দর্শক যদি আমাকে গ্রহণ করে, ইন্ড্রাষ্ট্রি যদি চায় অবশ্যই আমি ভাল কিছু করতে চাই।
‘পুলিশ বাবু’ ছবি সম্পর্কে তিনি বলেন, এটি একটি ক্রাইম টাইপের ছবি। এ ছবিতে আমার কো-আর্টিষ্ট জায়েদ খান। যে কয়দিন শুটিং করেছি আমার কাছে খুব ভাল লেগেছে। আশা করি অনেক ভাল হবে। বর্তমানে তিনি তাজু কামরুলের ‘পুলিশ বাবু’ ছবিতে প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করছেন। মৌমিতা মৌ বলেন, প্রত্যেক মানুষই স্বপ্ন দেখে। আমিও দেখি। মনের কোনায় লালিত স্বপ্ন পূরণে সব ধরনের কষ্ট শিকার করতে চাই। এক কথায় স্বপ্নকে ছুঁতে চাই। চলচ্চিত্রে ভাল করতে চাই, অনেক ভাল। মানুষ মরে গেলে তার গুণাবলিটাই থাকে। আমি চাই যে, আমি পৃথিবীতে না থাকলেও সবাই যেন আমাকে ভালভাবে স্বরণ করে।
বর্তমান চলচ্চিত্রের অবস্থা সম্পর্কে বলতে গিয়ে মৌমিতা মৌ বলেন, চলচ্চিত্রটা একটা শিল্প। সরকার ঘোষিতই শিল্প। প্রত্যেকটা দেশেই শিল্পের আলাদা একটা সম্মান আছে। আমার খারাপ লাগে যে আমাদের শিল্পটাকে ঐভাবে সরকার বা জনগণ, কারো কাছ থেকেই আমরা সেভাবে মূল্যায়নটা পাই না। এটা হচ্ছে আমার অনেক বড় দু:খ। আমরা নিজের দেশের সংস্কৃতিকে বাদ দিয়ে বাহিরের দেশের সংস্কৃতি নিয়ে টানাটানি করি। এখন অনেক ভাল ছবি হচ্ছে। দর্শক যদি হলমুখি না হয় তাহলে সেটা বুঝা যাবে না। সমালোচনা অনেক করা যায় কিন্তু ছবি না দেখলে বুঝা যায় না। আর আমরা কিন্তু অনেক বেশি কষ্ট করি। যা অনেকেই জানে না।
Leave a Reply