আনলিমিটেড নিউজ :: রাজধানীর বনানীতে ধর্ষণ মামলার আসামি নাঈম আশরাফ গ্রেফতার হয়েছেন। বুধবার রাত পৌনে ৯টার দিকে পুলিশ সদর দফতরের একটি বিশেষ দল মুন্সীগঞ্জের লৌহজং থেকে তাকে গ্রেফতার করে। তাকে ঢাকায় আনা হচ্ছে।
পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান ও অতিরিক্ত ডিএমপি কমিশনার মনিরুল ইসলাম ও যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ১১ মে আলোচিত এই মামলার অন্যতম দুই আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিফকে সিলেট থেকে গ্রেফতার করে পুলিশ। তার চার দিনের মধ্যে ঢাকা থেকে গ্রেফতার করা হয় মামলার আরো দুই আসামি সাফাতের দেহরক্ষী রহমত আলী ও গাড়িচালক বিল্লাল হোসেন।সবশেষে বুধবার নাঈম আশরাফকে গ্রেফতার করা হলো।
আসামিদের মধ্যে সাদমান রেগনাম গ্রুপ ও পিকাসো রেস্তোরাঁর অন্যতম মালিক মোহাম্মদ হোসেন জনির ছেলে। আর এই মামলার প্রধান আসামি সাফাত আহমেদ আপন জুয়েলার্সের মালিকের ছেলে।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৮ মার্চ বনানীর রেইনট্রি হোটেলে সাফাত ও নাঈম দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ করেন। আর বাকি তিনজন ছিলেন সহকারী।
Leave a Reply