আনলিমিটেড নিউজ ডেস্ক :: ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন নিয়ে ইতিমধ্যেই উত্তপ্ত। সন্ত্রাস ইস্যুতে শীতল দুই দেশের সম্পর্ক। ক্রিকেটের ময়দানেও এখন আর তেমন একটা মুখ দেখাদেখি নেই। আই সব কিছুর মাঝেই আজ সোমবার আদালতে পাকিস্তানের সঙ্গে আইনি লড়াই করবে ভারত।
ভারতীয় নাবিক কূলভূষণ যাদবকে মৃত্যুদণ্ড দিয়েছে পাকিস্তানের আদালত। সেই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মঞ্চে পালটা চাপ দিয়েছে দিল্লি। কূলভূষণ যাদবকে ভারতীয় গুপ্তচর দাবি করেছে পাকিস্তান। কিন্তু, ভারতের তরফ থেকে বলা হয়েছে, মধ্য প্রাচ্য থেকে কূলভূষণকে অপহরণ করে পাকিস্তানে নিয়ে আসা হয়েছে। এবং আন্তর্জাতিক মঞ্চে ভারতকে কোণঠাসা করতে গুপ্তচরের তকমা দেওয়া হয়েছে।
ভারতীয় গুপ্তচর কূলভূষণ যাদবকে মৃত্যুদণ্ড দিয়েছে পাকিস্তান। এই নিয়ে আন্তর্জাতিক আদালতে পাকিস্তানের বিরুদ্ধে মামলা করেছে নয়াদিল্লি। সোমবার রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক বিচারালয়ে শুনানি শুরু হবে। নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত এই আন্তর্জাতিক আদালতে এর আগেও একবার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। ভারতের বিরুদ্ধে অভিযোগ ছিল, পাকিস্তানের একটি যুদ্ধ বিমান গুলি করে ধ্বংস করেছে ভারত। সেই ঘটনায় ১৬ জন পাক সেনা প্রাণ হারিয়েছিল।
Leave a Reply