আনলিমিটেড নিউজ :: রাজধানীর ফার্মগেটে অবস্থিত সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা দুটি বাস ভাঙচুর করেছে। এ সময় তিন যাত্রী আহত হন। এ ঘটনায় কলেজের আট শিক্ষার্থীকে আটক করে পুলিশ।
সোমবার বেলা সাড়ে ১১টার শিখর পরিবহনের বাস দুটি ভাঙচুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা। আটককৃত আট শিক্ষার্থীকে কলেজের অধ্যক্ষর কাছে নেওয়া হয়। এরপর তারা আর গাড়ি ভাঙচুর করবে না বলে কথা দিলে তাদেরকে ছেড়ে দেওয়া হতে পারে।
পুলিশ জানায়, আগের কোনো ঘটনার জের ধরে সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা আচমকা শিখর পরিবহনের দুটি বাসে ভাঙচুর করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এখন পরিস্থিতি স্বাভাবিক।
তবে কলেজের এক শিক্ষার্থী দাবি করেছেন, গতকাল রোববার বিকেলে তাদের কলেজের দুজন বড় ভাইকে শিখর পরিবহনের কর্মীরা মারধর করেন। ওই ঘটনার জের ধরে এ ঘটনা ঘটিয়েছে তারা।
Leave a Reply