আনলিমিটেড নিউজ :: রাজধানীর বনানীর ‘দ্য রেইন ট্রি’ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে একটি কক্ষ থেকে ১০ বোতল মদ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দাদের তদন্তকারী দল। ওই হোটেলের প্রতিটি কক্ষে তল্লাশি চালাচ্ছে গোয়েন্দারা।
রোববার দুপুরে এ অভিযান শুরু হয়। অভিযানের এ তথ্য নিশ্চিত করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষের কর্মকর্তারা।
২৮ মার্চ বনানীর দ্য রেইনট্রি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানের নিমন্ত্রণ করে অস্ত্রের মুখে রাতভর আটকে রেখে ধর্ষণ করা হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে। এ ঘটনায় ৬ মে বনানী থানায় ৫ জনকে আসামি করে মামলা করেন ঘটনার শিকার ওই ছাত্রীরা। মামলার পাঁচ আসামি হলেন সাফাত আহমেদ, নাঈম আশরাফ, সাদমান সাকিফ, সাফাতের গাড়িচালক বিল্লাল ও তার দেহরক্ষী আবুল কালাম আজাদ। ঘটনার ৪৪ এবং মামলার ৬ষ্ঠ দিনে বৃহস্পতিবার গ্রেফতার করা হয় দুই আসামিকে। শুক্রবার সাফাতকে ছয় দিনের ও সাদমানকে পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।
মামলার অন্য তিন আসামি এখনো পলাতক। পলাতক তিন আসামি হলেন ইমেকার্স ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মের স্বত্বাধিকারী নাঈম আশরাফ, শাফাত আহমেদের গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী আবুল কালাম আজাদ।
Leave a Reply