রাজিবুল ইসলাম (রাজিব): আজ খিলগাঁও থানা অধীনস্থ ১৪২৬/৩/এ রাজাকার বিল্ডিং থেকে খিলগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় আটক করেছে ১৮ জনকে। ঘটনাস্থল থেকে নগদ ১৮,৩৭০/- টাকা ও দুই বান্ডেল তাস উদ্ধার হয়েছে বলে জানান সাব-ইন্সপেক্টর নওশের। স্থানীদের তথ্য অনুযায়ী রাজাকার বিল্ডিং এর বর্তমান মালিক শাহজাহান হাওলাদার ও তার ছেলে সুন্দর জনি বাড়িটির দখল অবস্থায় আছেন। বাড়ির নিচ তলায় চলে জুয়াখেলা, ইয়াবা ব্যবসাসহ অন্যান্য অপ্রীতিকর কাজ যাতে এলাকাবাসী অতিষ্ট।
এব্যাপারে থানায় যোগাযোগ করলে সাব-ইন্সপেক্টর নওশের আনলিমিটেড নিউজকে জানান নিয়ম অনুযায়ী কোর্টে চালান করা হবে আসামীদের।
আটককৃতদের মধ্যে টুকু, টিপু, মিরাজ, ফয়সাল, মানিক ও বিল্লাল এর নাম জানা যায়। বাকী আসামীদের নাম এখনো পর্যন্ত জানাযায়নি।
Leave a Reply