আনলিমিটেড নিউজ গোপালগঞ্জ :: গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুকুরের পানিতে ডুবে মোস্তাকিম ও তৌকির নামে ৫ বছর বয়সের দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার বেলা দেড়টার দিকে কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমানের পুকুরে ডুবে এ শিশুরা মারা যায়।
জানাগেছে, আমতলী গ্রামের লিটন মিয়ার ছেলে মোস্তাকিম (৫) ও আওলাদ মিয়ার ছেলে তৌকির (৫) তাদের মায়েদের সঙ্গে গিয়ে পুকুর পাড়ে খেলতে যায়। মায়েরা তাদেরকে রেখে পুকুর পাড়ের ঈদগায়ে ধান শুকাতে ব্যস্ত থাকার এক পর্যায়ে ওই শিশুরা খেলতে খেলতে পানিতে পড়ে য়ায়। কিছুক্ষণ পর তাদেরকে খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরে খোঁজ করে দুই শিশুকে পেয়ে সঙ্গে সঙ্গে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রেমানন্দ মন্ডল ও কোটালীপাড়া থানার ওসি কামরুল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply