আনলিমিটেড নিউজ :: গত অর্থবছরের তুলনায় চলতি (২০১৬-১৭) অর্থবছরে বাংলাদেশের সামস্টিক অর্থনীতির অবস্থা ভালো। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ খুবই ভালো উন্নতি হচ্ছে। তবে এলসি সেটেলমেন্ট, রেমিটেন্স প্রবাহ ও রফতানি আয়ে নেতিবাচক অবস্থা বিরাজ করছে। তাই এবার বাংলাদেশে ৬ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে বলে বিশ্বব্যাংক মনে করছে। যেখানে সরকার ৭ দশমিক ২৪ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির প্রাক্কলন করেছে।
রোববার বিশ্ব ব্যাংকের ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদনে এই পূর্বাভাস তুলে ধরে হয়। রাজধানীর আগারগাঁয়ে বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ে এই প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর চিনিয়াও ফান, সিনিয়র ডিরেক্টর কার্লোস ফিলিপে হ্যারামিলো, প্রধান অর্থনীবিদ ড. জাহিদ হোসেনসহ অন্য শীর্ষ কর্মকর্তারা।
প্রধান অর্থনীবিদ ড. জাহিদ হোসেন বলেন, সার্বিকভাবে বাংলাদেশের অর্থনীতির পরিস্থিতি বিশ্লেষণ করতে গিয়ে দুইটা বিশেষ দিক গুরুত্ব দেয়া হয়েছে। তা হচ্ছে সম্ভাবনা ও প্রতিবন্ধকতা। আমি বলতে চাই, অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ ধারাবাহিকতা ধরে রেখেছে। গত অর্থবছরে (২০১৫-১৬) প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছিলো ৬ দশমিক ৪ শতাংশ। যেখানে সরকার অর্জন করেছে ৭ দশমিক ১১ শতাংশ।
বাংলাদেশের সামস্টিক অর্থনীতির সব সূচকই ভালো করছে। তবে এবারে রফতানি আয়, এলসি সেটেলমেন্ট ও রেমিটেন্সে প্রতিকূল হাওয়া বইছে। তাই এবারে প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৮ শতাংশ।
Leave a Reply