আনলিমিটেড নিউজ :: রাজশাহীর পদ্মার চরে অনিরাপদ ভ্রমণ করা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরত থাকতে নির্দেশ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত ১১ মে বিজ্ঞপ্তিটি বিশ্ববিদ্যালয় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগগুলোতে পাঠানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ছাত্র-ছাত্রীরা পদ্মার চরে বেড়াতে গিয়ে দুর্বৃত্তদের দ্বারা ছিনতাই, মারধর, জিম্মি হওয়াসহ নানা ধরনের অপ্রীতিকর ঘটনার শিকার হচ্ছে। এ ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীসহ সংশ্লিষ্ট সকলকে পদ্মার চরে অনিরাপদ ভ্রমণ করা থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেয়া হলো।
প্রসঙ্গত, গত ১০ মে ঘুরতে গিয়ে স্থানীয় বখাটের খপ্পরে পড়েন বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। বখাটেরা তাদের আটকে রেখে মুক্তিপণও দাবি করে। পরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মী, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহায়তায় তাদের উদ্ধার করা হয়।
Leave a Reply