মোঃ রাজিবুল ইসলাম (রাজিব): আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাব ঢাকায় তৃণমূল জনতা পার্টির সংবাদ সম্মেলনঅনুষ্ঠিত হয়। পার্টির ভাইস চেয়ারম্যান এম হাসান মনু’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ ডাঃ নাজিম উদ্দিন আহমেদ, মহাসচিব সরদার নাজিমউদ্দিন আহাম্মদ, প্রেসিডিয়াম সদস্য আজিজুল ইসলাম আঁখি, সিনিয়র যুগ্ম মহাসচিব, ড. সৈয়দ আল আমীন রোমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌ: মোস্তাফিজুর রহমান, অধ্যাপক মান্নান আহমেদ। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তৃণমূল জনতা পার্টি প্রণীত ৫টি মূল আদর্শ তুলে ধরেন। মুক্তি সংগ্রামের চেতনায় জনগণের ক্ষমতায়ন, সার্বজনীন গণতন্ত্র, অর্থনৈতিক মুক্তি, সর্বস্তরে ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা ও সম-অধিকারের ভিত্তিতে মানবাধিকার বাস্তবায়নে এগিয়ে আসার আহবান জানান প্রতিষ্ঠাতা চেয়ারম্যান । তৃণমূল পার্টির নেতৃবৃন্দ মনে করেন দেশে স্বাধীনতা থাকলে নিরাপত্তাহীনতায় ভুগছে জনগণ। তিনি আরো বলেন, সন্ত্রাস, জঙ্গীবাদ রাজনৈতিক সহিংসতা, জনদুর্ভোগ সৃষ্টির রাজনৈতিক কর্মসূচী, জনগণের জানমালের নিরাপত্তাহীনতা আজ জাতির উপর চেপে বসেছে। সবশেষ তিনি দেশের কল্যাণে সহাবস্থানের রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আহবান জানান। সংগঠনের মহাসচিব সংক্ষিপ্তাকারে তৃণমূল জনতা পার্টির প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, আদর্শের রাজনীতি আজ অন্থকারাচ্ছন্ন। জনগণ আজ সামাজিক দুর্যোগের ঘূর্ণিপাকে বিদ্ধস্ত। মানুষ সৃষ্ট সকল প্রকার গণস্বার্থ বিরোধী কর্মকান্ডকে সামাজিক দুর্যোগ বলা হয়। যেমন-অপ-রাজনীতি, সন্ত্রাস-জঙ্গীবাদ, দূর্নীতি, ঘূষ, মাদক, নারী নির্যাতন, খাদ্যে ও ওষুধে ভেজাল, পরিবেশ দূষণ, অপহরণ, গুম, মুক্তিপণ বাণিজ্য, বিনিময় বাণিজ্য, চাঁদাবাজী, টেন্ডারবাজী, দখলবাজী ইত্যাদি দিক বিবেচনা করেই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এমন একটি পার্টি করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে জানান। অনুষ্ঠানের সভাপতি এম হাসান মনু বলেন, নেতৃত্বকে আবার জনগণের কাঙ্খিত আদর্শের রাজনৈতিক নেতৃত্বে প্রতিষ্ঠিত করতে হবে। নাইলে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর রাজনৈতিক সংস্কৃতি আমরা রেখে যেতে পারবো না। আর তা না হলে আগামী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। সংবাদ সম্মেলনে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত প্রতিনিধিগণ তাদরে বক্তব্য তুলে ধরে পাটিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস ব্যক্ত করেন।
Leave a Reply