আনলিমিটেড নিউজ ময়মনসিংহ :: শবেবরাতের রাতে উচ্চশব্দে গান বাজাতে নিষেধ করার জেরে ময়মনসিংহ শহরের আকুয়া চৌরঙ্গী মোড় এলাকায় আনোয়ারা বেগম (৪০) নামে এক গৃহবধুকে ছুরিকাঘাতে হত্যা করেছে বখাটেরা।
এ সময় বাধা দেওয়ায় বখাটেরা আনোয়ারার মেয়ে খুশীকেও (১২) ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে বাড়ীর লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
শুক্রবার (১২ মে) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
কোতোয়ালী মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, বৃহস্পতিবার শবেবরাতের রাতে শহরের চৌরাঙ্গিমোড় এলাকায় উচ্চশব্দে গান বাজাচ্ছিল স্থানীয় বখাটেরা। এ সময় ফুটপাত ব্যবসায়ী নজরুল ইসলামের স্ত্রী আনোয়ারা বেগম উচ্চ শব্দে গান বাজাতে নিষেধ করলে স্থানীয় বখাটেদের সাথে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বখাটেরা আনোয়ারা বেগমকে দেখে নেবে বলে শাসিয়ে যায়। এর জেরে শুক্রবার রাত ৮টার দিকে দুই বখাটে সশস্ত্র অবস্থায় আনোয়ারা বেগমের বাড়ীতে ঢুকে উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকে। এ সময় তার মেয়ে বাধা দিলে তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে বাড়ীর লোকজন রাত সাড়ে ৮টার দিকে মা-মেয়েকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন।
নিহত আনোয়ারার স্বামী নজরুল ইসলাম জানান, স্থানীয় বখাটে মাহবুব ও আহাদ বাড়ীতে ঢুকে সশস্ত্র হামলা চালিয়ে তার স্ত্রীকে হত্যা করেছে। তিনি হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দাবি করেন।
Leave a Reply