আনলিমিটেড নিউজ :: রাজধানীর খিলগাঁও এলাকায় মাহামুদা আক্তার মুন্নি (২২) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে স্বামী ও শ্বশুর পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাষণ্ড স্বামী সাইফুল আল মামুন (৩৫)কে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপর ১টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত মাহামুদা আক্তার মুন্নি লক্ষ্মিপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুল করিমের মেয়ে।
নিহতের চাচা ফজলুল করিম জানান, মাহামুদা আক্তার মুন্নি তার স্বামীকে নিয়ে খিলগাঁওয়ের দক্ষিণ গোরান ৩৪৭ নম্বর বাড়িতে থাকতেন। তার স্বামী আল মামুন কিছু দিন আগে একটি হিন্দু মেয়েকে বিয়ে করে। এ নিয়ে মুন্নির সঙ্গে বাক-বিতন্ডার জেরে শারীরিক ও মানসিক নির্যাতন করত আল মামুন।
গতকাল বহস্পতিবার রাতে সাড়ে রাত ১২টার দিকে মদ খেয়ে মাতাল হয়ে বাসার দরজা খুলতে দেরি হওয়ায় মুন্নিকে একাধিকবার মারধর করে গুরুতর আহত করে। পরে খবর পেয়ে রাতেই ওই বাসা থেকে তাকে উদ্ধার করে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে আজ শুক্রবার বেলা ১১টার দিকে চিৎসাধীন আবস্থায় তার মৃত্যু হয়।
Leave a Reply