আনলিমিটেড নিউজ স্পোর্টস ডেস্ক :: অনেক জল ঘোলা করে বাংলাদেশে খেলতে আসতে রাজি হয়েছে অস্ট্রেলিয়া। এটা পুরনো খবর। নতুন খবর হলো আগস্টে বাংলাদেশ সফরের আগে অসিরা নিজেদের নিরাপত্তা দল পাঠাচ্ছে আগামী সপ্তাহে।
নিরাপত্তা প্রধানের রিপোর্টের পরই অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফরের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত তথ্য পাওয়া যাবে। দুইটি টেস্ট ম্যাচ খেলতে আগামী আগস্ট মাসে বাংলাদেশ সফরে আসার কথা অস্ট্রেলিয়া দলের।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের মতো দলগুলো প্রতিটি সফরের আগে কিছু পদ্ধতি অনুসরণ করে থাকে। তারই অংশ হিসেবে চলতি মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশে নিরাপত্তা দল পাঠাবে ক্রিকেট অস্ট্রেলিয়া। তারা এখানকার নিরাপত্তা অব্স্থা পর্যবেক্ষণ করবেন। তাদের এই সফরের পরই সবুজ সংকেত দিতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া।
কিছুদিন আগেই গুঞ্জন ওঠে অস্ট্রেলিয়া নাকি এখনও সফরই নিশ্চিত করেনি। তবে এই যে ক্ষণে ক্ষণে রঙ বদলানো, একের পর এক ধুম্রজাল তৈরি হওয়া- এসব বিষয় এখন সব পরিস্কার হয়ে গেছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানিয়ে দিয়েছেন, ‘অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে যাবে। এই সফর এখন চূড়ান্তই। আগামী আগস্টেই অনুষ্ঠিত হবে সেই সফর। এখন শুধু আমাদের মধ্যে নিরাপত্তা ব্যবস্থাপনা এবং সূচি নির্ধারণই বাকি। এছাড়া আর কোনো সমস্যা নেই।’
ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইট ক্রিকেট.এইউ.কম-কে দেয়া সাক্ষাৎকারে সব বিষয়ই পরিস্কার করেছেন প্রধান নির্বাহী সাদারল্যান্ড। সেখানেই তিনি জানিয়েছেন, ‘আগস্টের শেষ দিকে এই সফর অনুষ্ঠিত হবে। ঢাকা এবং চট্টগ্রামে অনুষ্ঠিত হবে এই দুটি ম্যাচ। সাদারল্যান্ড বলেন, ‘আমরা খুঁটিনাটি সব বিষয় নিয়ে কাজ চালিয়ে যাচ্ছি। আমি খুবই আনন্দিত যে, আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে, যেখান থেকে কেবল ছোটখাটো বিষয়ই চূড়ান্ত করা বাকি।’
সূচির বিষয়ে তিনি বলেন, ‘আমাদের স্বাগতিকরা যখনই একটা সূচি নির্ধারণ করে ফেলবেন, তখন সবই নিয়মমত এগিয়ে যাবে। সময় মতই সিরিজ অনুষ্ঠিত হবে। শুধু নিরাপত্তার বিষয়টাই আমাদের চিন্তার বিষয়।’
সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, আগামী আগস্ট মাসের শেষের দিকে দুইটি টেস্ট ম্যাচ খেলার জন্য বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ডেভিড পিভার এর সঙ্গে কথা হওয়ার পর বিসিবি সভাপতি গণমাধ্যমের সামনে বিষয়টি প্রকাশ করেন।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, অস্ট্রেলিয়া সিরিজ চূড়ান্ত। আইসিসি সভার শেষদিন ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান আমাকে জানিয়েছেন যে, তিনি টেস্ট ম্যাচ দেখতে সস্ত্রীক বাংলাদেশে আসবেন। এই প্রথম সিরিজ নিয়ে তাদের সঙ্গে আমার সরাসরি কথা হলো।
ইএসপিএন ক্রিকইনফো সূত্র অনুযায়ী, আগামী ১৮ আগস্ট বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া দল। ২২-২৪ আগস্ট চট্টগ্রামে তারা একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। আগামী ২৭-৩১ আগস্ট চট্টগ্রামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। আর ৪-৯ সেপ্টেম্বর মিরপুরে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
এই সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০১৫ সালে। কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে সেবার সফরটি স্থগিত করে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া।
Leave a Reply