আনলিমিটেড নিউজ খাগড়াছড়ি :: খাগড়াছড়ি সদরের নুনছড়ি থলিপাড়া এলাকায় পুকুরে ডুবে মা ও ছেলের মৃত্যু হয়েছে।
বুধবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, বীরবালা ত্রিপুরা (২০) ও তার শিশুপুত্র সীমান্ত ত্রিপুরা (২)।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আব্দুল হান্নান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বুধবার বিকেলে বীরবালা ত্রিপুরা তার শিশুপুত্র সীমান্ত ত্রিপুরাকে নিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান। এক পর্যায়ে শিশুটি তার হাত থেকে ছুটে গিয়ে পানিতে তলিয়ে যায়। পরে সন্তানকে বাঁচাতে মা গভীর পানিতে গেলে তিনিও পানিতে ডুবে যান।
পরে সচ্ছলক্ষী ত্রিপুরা নামে এক আত্মীয় ওই পুকুরে গোসল করতে গেলে মা-ছেলের মরদেহ পুকুরে ভাসতে দেখেন। এরপর স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়।
Leave a Reply