আনলিমিটেড নিউজ ডেস্ক :: রাজধানীর বনানীর ‘দ্য রেইনট্রি’ হোটেলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় সাফাত আহমেদ ও সাদমান সাকিফ গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার রাতে সিলেটের জালালাবাদের একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
আইজিপি মো. শহীদুল হক গণমাধ্যমকে জানান, তাদের সিলেটে গ্রেফতারের পর ঢাকায় আনা হচ্ছে।
সাফাত (২৬) আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে। আর সাদমান (২৪) পিকাসো রেস্তোরাঁর অন্যতম মালিক ও রেগনাম গ্রুপের কর্ণধার মোহাম্মদ হোসেন জনির ছেলে।
সিলেটের জালালাবাদের একটি বাড়িতে সাফাত আহমেদ ও সাদমান সাকিফ লুকিয়ে ছিলেন। রাত ৯টায় পুলিশ সদর দফতরের একটি দল তাদের গ্রেফতার করে।
এদিকে গত মঙ্গলবার সাফাতসহ কয়েক যুবককে সিলেটে দেখা গেছে বলে বিভিন্ন সূত্রে জানা গিয়েছিল। সেখানে তারা একটি রিসোর্ট ভাড়া নেয়ার চেষ্টা করলেও তাদের সাথে এনআইডি না থাকায় এবং তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় তাদেরকে রুম ভাড়া দেয়নি রিসোর্ট কর্তৃপক্ষ। এ নিয়ে কর্তৃপক্ষের সাথে খারাপ আচরণ করে ওই স্থান ত্যাগ করেন সাফাতরা।
গত ২৮ মার্চ বনানীর ‘দি রেইন ট্রি ঢাকা’ হোটেলে এক বন্ধুর জন্মদিনে যোগ দিতে গিয়েই বন্ধুদের যোগসাজশে ধর্ষণের শিকার হন বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই ছাত্রী। ৪ মে ভুক্তভোগী দুই তরুণী বনানী থানায় লিখিত অভিযোগ করেন। বিষয়টি তদন্ত পূর্বক মামলা নেয়া হয় ৬ মে।
ভুক্তভোগী তরুণীদের একজন বাদী হয়ে মামলাটি করেন। এতে সাদমান সাকিফ, তার বন্ধু সাফাত আহমেদ, নাঈম আশরাফ, সাফাতের ড্রাইভার বিল্লাল ও তার দেহরক্ষী আজাদকে আসামি করা হয়েছে।
Leave a Reply