আনলিমিটেড নিউজ :: চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিত করেছে নির্বাচন কমিশন। আগামীকাল শুক্রবার বিকালে রাজধানীর এফডিসিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। জানা গেছে, আদালতের নির্দেশে স্থগিত করা হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল। ঢাকার সিনিয়র সহকারি জজ আদালত ২য়র নির্দেশে এই স্থগিতাদেশ দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর না করার জন্য অন্তবর্তিকালীন অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়। রমিজ উদ্দিনের আবেদনের প্রেক্ষিতে আদালত এই আদেশ জারি করেছে।
আজ বৃহস্পতিবার আদালত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কমিশনের চেয়ারম্যান মনতাজুর রহমান আকবর, আপিল বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন দিলু, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শাকিব খান এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনা পরিচালককে এই নোটিশ পাঠিয়েছে।
এদিকে আজ বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় মনতাজুর রহমান আকবর বলেন, ‘আমরা আদালতের আদেশ অমান্য করতে পারব না। তাই শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। আইনজীবীদের সঙ্গে আলোচনা করে আমরা পরবর্তী পদক্ষেপ নেব।’
চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শাকিব খান এখন রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীর আছেন। সেখান থেকে মুঠোফোনে তিনি জানান, আদালতের আদেশের কাগজ তিনি পেয়েছেন।
চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘পুরোটাই ষড়যন্ত্র। এখন আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখব।’
গত ৫ মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।
Leave a Reply