আনলিমিটেড নিউজ ডেস্ক ::পাকিস্তানের দুই ক্রিকেটার ইউনুস খান ও মিসবাহ উল হক আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি টেস্ট সিরিজই হবে তাদের শেষ। অনেক আগেই ক্রিকেটভক্তরা এটা জেনে গেছেন। কিন্তু এরসঙ্গে যোগ হলো নতুন অবাক করা খবর। পাকিস্তানের ২৫ বছর বয়সী পেসার মোহাম্মদ আমিরও নাকি এই সিরিজের মাধ্যমে টেস্ট থেকে অবসর নেবেন। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে মনোযোগ দেয়ার জন্যই নাকি তিনি এই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। এ ব্যাপারে তিনি নাকি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্তাদের সঙ্গে গোপনে কথাও বলেছেন। সিরিজের দ্বিতীয় টেস্টের পর এ বিষয়ে তিনি সতীর্থদের সঙ্গেও নাকি কথা বলেন। তাদের এই আলোচনা গোপনে হলেও সেটা আর গোপন থাকেনি। কিভাবে যেন ফাঁস হয়ে গেছে। বিষয়টি নিয়ে ভারত ও পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদমাধ্যম খবর প্রচার করেছে। তবে ব্যক্তিগত এই ভাবনার বিষয়টি মিডিয়ায় চলে আসায় আমির বেশ বিরক্ত। পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট বিষয়টি খতিয়ে দেখছে যে কে বা কারা আমিরের ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়টি মিডিয়ার কাছে প্রকাশ করেছে। পাকিস্তানের একটি সংবাদমাধ্যম লিখেছে, ‘গোপন আলোচনা কিভাবে প্রকাশ হলো তা নিয়ে আমির খুবই উদ্বিগ্ন। এই গোপন আলোচনা কে ফাঁস করেছেন তা জানতে ওয়েস্ট ইন্ডিজের পাকিস্তান ক্রিকেট বোর্ড ও টিম ম্যানেজমেন্ট তদন্ত করছে।’ পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন মোহাম্মদ আমির। ফেরার পর এ পর্যন্ত ১৫টি টেস্ট খেলেছেন তিনি। ওয়ানডে ও টি-টোয়েন্টির তুলনায় তিনি টেস্টে তেমন ভাল করতে পারছেন না। ২০০৯ সালে অভিষেকের পর পাকিস্তানের হয়ে ২৭ টেস্টে তার উইকেট ৯২।
Leave a Reply