আনলিমিটেড নিউজ ::আওয়ামী লীগের দীর্ঘমেয়াদী পরিকল্পনার নকল করে বিএনপি ভিশন-২০৩০ ঘোষণা করতে যাচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, নিজস্ব কোনো উদ্ভাবনী শক্তি না থাকায় এখন তারা আওয়ামী লীগের দেখাদেখি নানা ধরনের ভিশন নিয়ে জনগণের সামনে হাজির হচ্ছে।
বুধবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের এই মন্তব্য করেন। ক্ষমতাসীন দল ২০০৮ সালের জাতীয় নির্বাচনের আগেই ২০২১ সাল পর্যন্ত দেশকে কোথায় নিতে চায়, এ নিয়ে ঘোষণা করে ভিশন ২০২১। পরে ঘোষণা হয় ভিশন ২০৪১। এই দুই পরিকল্পনাই একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে।
এর মধ্যে খালেদা জিয়া আসছেন তার দীর্ঘমেয়াদী পরিকল্পনা ভিশন ২০৩০ নিয়ে। আজ সংবাদ সম্মেলন করে তিনি এটি ঘোষণা করবেন। এতে বিএনপি ক্ষমতায় যেতে পারলে কীভাবে দেশ চলবে, কী কী মৌলিক পরিবর্তন আসবে তার একটি বর্ণনা থাকবে বলে জানিয়েছেন দলের নেতারা।
এরই মধ্যে বিএনপির স্থায়ী কমিটি এই পরিকল্পনা অনুমোদন দিয়েছে। যদিও গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে যে, এই পরিকল্পনায় যা যা বলা আছে, তা নিয়ে দলের ভেতর মতভেদ রয়েছে।
বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের একটি সূত্র জানায়, সরাসরি বিএনপির রাজনীতিতে জড়িত নন, এমন একজন সাবেক অধ্যাপকের নেতৃত্বে ‘ভিশন ২০৩০’ শীর্ষক রূপরেখার খসড়া চূড়ান্ত করা হয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও কয়েকজন স্থায়ী কমিটির সদস্য দায়িত্বে ছিলেন। তারা হলেন, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরীও এর সঙ্গে জড়িত ছিলেন।
Leave a Reply